‘জান, জিন্দগি, আজাদি’ – আফগানিস্তান

আফগান মেয়েদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আফগান পুরুষেরাই। তালিবানকে যত না ভয় বা গুরুত্ব দেওয়া হয়, এই প্রসঙ্গে নিজের বাড়ি, নিজের সমাজ, অথবা নিজের পরিবারের অন্য যে কোনও পুরুষ কি বলবে, অথবা কিই বা বলতে পারে, এই চিন্তাতেই আফগান মেয়েদের দিন কাটে। পুরুষতন্ত্র সেখানে প্রকট ও প্রকাশিত। তালিবানদের আগেই আফগান মেয়েদের একটা বড় অংশকেই হার মেনে বসতে হয় নিজের পরিবারের কাছে। সেই সমাজকর্মীদের কথায়, মেয়েদের অধিকারের আন্দোলন – কেবলই তো মেয়েদের নয়, পুরুষেরও তাতে সমান ভাবে দায়িত্ব রয়েছে।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 October, 2022 | 327 | Tags : Iran Afghanistan Women life freedom Female Education